পাবনার চাটমোহরে মাছ ধরার সময় একটি পুকুর থেকে উঠে এসেছে প্রাচীন ইতিহাসের এক অনন্য নিদর্শন। কষ্টিপাথরে তৈরি প্রায় দেড় হাজার বছর পুরনো একটি বিষ্ণুমূর্তি শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জেলেদের জালে ধরা পড়ে।
ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাজগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দা লোকমান হোসেনের পুকুরে মাছ ধরার সময় হঠাৎ জালে ধরা পড়ে কালো পাথরের তৈরি প্রায় ৩ ফুট লম্বা একটি বিষ্ণুমূর্তি। ধারণা করা হচ্ছে, এটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের তৈরি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান। মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে একটি দল রোববার এসে এটি গ্রহণ করবেন।”
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি। এটি চাটমোহরের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে।”
মূর্তি উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এই এলাকা একসময় প্রাচীন সভ্যতা ও হিন্দু ধর্মীয় সংস্কৃতির কেন্দ্র ছিল।
প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, “এ ধরনের আবিষ্কার একটি এলাকার অতীত ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব অনুধাবনে সহায়তা করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দল মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত তথ্য জানাবে।”