শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

ফেরদৌসের হয়ে প্রয়োজনে ঢাকায় নির্বাচনী প্রচারে নামবেন জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা

বিশেষ সংবাদ

ফেরদৌসের হয়ে প্রয়োজনে ঢাকায় নির্বাচনী প্রচারে নামবেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পশ্চিমবঙ্গেও তার জনপ্রিয়তা রয়েছে। নির্বাচন প্রসঙ্গে কলকাতার গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফেরদৌস আহমেদ। আর সেই আলাপেই তিনি জানিয়েছেন,তার বন্ধু ঋতুপর্ণা প্রয়োজনে তিনি ঢাকায় এসে তার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথাও দিয়েছে।

ফেরদৌস বলেন, ঋতুপর্ণা তার খুব ভাল বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের হয়ে নির্বাচনের প্রচারও করবে। (হাসতে হাসতে) কিন্তু আমি তার পর ওকে আমি কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা মনে করিয়ে দিলাম।

চিত্রনায়ক ফেরদৌস জানান,অনেক টলিউড তারকাই তাকে শুভেচ্ছা জানিয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ-ভারত সীমান্তের রায়গঞ্জ এলাকায় টলিউড তারকা পায়েল ও অঙ্কুশ হাজরা ভারত সরকারের সাথে রাজনৈতিক প্রচারণায় অংশ নিতে বিপাকে পড়েন ফেরদৌস। এই কাজের জেরে অভিনেতাকে কালো তালিকাভুক্ত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য দুই বছর পর তার নিষেধাজ্ঞা উঠে যায়।

এ বিষয়ে ফেরদৌস জানান, আমি কলকাতাকে সব সময়ই দেশের বাইরে আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দুই বছর আমি দূরে ছিলাম। একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করি।

কারণ আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই অনেক কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও এ বিষয়ে জানতেন না হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। অর্থ প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। ভারতের লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা...

ডিবি হেফাজতে অভিনেত্রী সোহানা সাবা

অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে...

জনপ্রিয়

অপরাধ

সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। অর্থ প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। ভারতের লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা...

সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আইনি বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। অর্থ প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। ভারতের লুধিয়ানার...

স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে: ডা. শফিকুর রহমান

পতিত স্বৈরাচারের দোসররা দেশ পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

মাছ-সবজিতে স্বস্তি, অস্থির তেল-চালের বাজার

বাজারে সরবরাহ বাড়ায় কমেছে মাছ ও শাক-সবজির দাম। রমজানের...