বগুড়ার ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় জুলফিকার আলী নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ধুনট-সোনাহাটা পাকা সড়কের থানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, গতকাল সকালে জুলফিকার আলী নিজবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ধুনট উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে ধুনট-সোনাহাটা সড়কের থানাপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এত গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহতের বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে জুলফিকার আলীর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।