বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোছা: আবেতন বেগম (৭৭) নামের ১ বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মৃত মো: আব্দুল মোমিনের স্ত্রী।
জানা গেছে, রবিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সারিয়াকান্দি কুতুবপুর মেইন সড়ক এলাকার উত্তর পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মোছা: আবেতন বেগম তার নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন। তখন কুতুবপুর এলাকা থেকে ছেড়ে আসা ১টি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে আবেতন বেগম গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা গুরুতর হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহতের বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহত বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।