শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

শাহজালালে ২৮টি স্বর্ণের বারসহ যাত্রী গ্রেফতার

বিশেষ সংবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ২৮টি স্বর্ণের বারসহ এম. মাসুদ ইমাম নামের এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্রেফতাকৃত মাসুদ দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকে-এস-৮৪) যাত্রী ছিলেন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এম মাসুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজের সাথে যুক্ত থাকতে পারে, এমন গোপন তথ্যের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে ১টি চামড়ার মানিব্যাগ পাওয়া যায়। তার ওই মানিব্যাগের ভেতরে ১টি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যেটিকে মাসুদ নিজের বলে স্বীকার করেন।

এছাড়াও তল্লাশি করে তার কাছ থেকে ২৮টি স্বর্ণের বারসহ আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও কয়েনের ওজন ২৫০ গ্রাম। মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। স্বর্ণের বারগুলো কাস্টম হাউস শুল্ক অধিদপ্তরের গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ