সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। সিলেট থেকে তামাবিলগামী মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের সাথে সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ১০ জন বাসযাত্রী। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু পরশ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের মো: রাসেল মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ৩০ থেকে ৪০ জন পর্যটক নিয়ে ময়মনসিংহ থেকে সোনার বাংলা নামের ১টি বাস জাফলং এর দিকে যাচ্ছিল। এ সময় দুপুর ১টার দিকে সিলেট থেকে তামাবিল মহাসড়কের হরিপুর গ্যাস ফিল্ডস এলাকার উমনপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ১টি ট্রাকের সাথে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তাজুল ইসলাম বলেন, এ দুর্ঘটনা এক পর্যটক শিশু মারা গেছে। আরেক জন বাসযাত্রীর অবস্থা গুরুতর। আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।