সোমবারে চালু হচ্ছে না খুলনা, যশোর ও মংলা রুটে যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল। রেললাইনে ট্রেন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রবিবার (৩১ ডিসেম্বর) রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ১ জানুয়ারি থেকে ৩টি রুটে ট্রেন চালু করা হচ্ছে না। রেললাইনে এখনও কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে।
এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও রেললাইনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেননি। হস্তান্তর করতে আরও কয়েকদিন সময় লাগবে। রেললাইনে ট্রেন চলাচলের সময় এখনও নির্ধারণ করা হয়নি।
সোমবারে (১ জানুয়ারি) চালু হচ্ছে না ট্রেন, এ বিষয়ে খুলনা থেকে মংলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো: আরিফুজ্জামান বলেন, রেললাইনের সামান্য কিছু কাজ এখনও বাকি রয়েছে। এ কাজ সম্পুর্ণ হওয়ার পরেই ট্রেন চলাচলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।