১ টাকা ঘুষ খেয়ে থাকলে কান কেটে দেব বলে জানিয়েছেন মো: হাসানুল হক ইনু। কুষ্টিয়া-২ (মিরপুর, ভেড়ামারা) আসনে নৌকার প্রার্থী মো: হাসানুল হক ইনু জানিয়েছেন, গত ১৫ বছরে যদি ১ টাকাও চুরি কিংবা ঘুষ খেয়ে থাকি, তাহলে আমার কান কেটে আপনাদেরকে দিয়ে দেব।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এমন কথা বলেছেন।
হাসানুল হক ইনু বলেন, গত ১৫ বছরে দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, নিয়োগবাণিজ্য, ঘুষবাণিজ্য করিনি। যদি ১ টাকা চুরি কিংবা ঘুষ খেয়ে থাকি, তাহলে আমার কান কেটে আপনাদেরকে দিয়ে দেব। এলাকা ও জাতির স্বার্থে আমি সব সময় আপনাদের সাথে আছি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা দিয়েছেন।
আওয়ামী লীগ ও জাসদ ২ ভাই, উল্লেখ করে তিনি জানান, আমরা একসাথে আছি, একসাথে লড়বো। আমি ১৫ বছর এই এলাকার মানুষের সাথে চলাফেরা করছি। আমি সাধ্যমতো এই অঞ্চলের মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। সবাই খুশি হবে এটা আমি মনে করি না। ২-১জন গালি দিতেই পারে। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেজন্যই আমরা শেখ হাসিনার পাশে আছি। যদি শান্তি চান তাহলে নৌকা মার্কায় ভোট দিবেন। যদি সন্ত্রাস, মাস্তানি, দুর্নীতি না চান তাহলে আপনারা নৌকায় ভোট দিবেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম মো: আনছার আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক মো: আব্দুল আলিম স্বপন, পেীরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন জামিল সিদ্দিক রাসেল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি হাজি শফিকুল ইসলাম শফি, সাধারন সম্পাদক আবু হাসান, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত বুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি মো: আয়ুব আলী, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক বেনজির আহমেদ বেনু এবং সহসভাপতি মো: রফিকুল ইসলাম প্রমুখ।