চুরি যাওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করা চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে র্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা। বুধবার (২৭ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মো: ফরিদ আলীর ছেলে মো: শাহাদত হোসাইন শুভ ও মো: সুলতান মাহমুদ। এ সময় তাদের কাছ থেকে ৫টি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, একটি ল্যাপটপ, পাঁচটি হার্ডডিস্কসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে র্যাব-১৩ এর উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ডিভাইস ও সফটওয়্যারের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করে আসছিলেন।
গোপন খবরের ভিত্তিতে র্যাবের ১টি দল বুধবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে শাহাদত হোসাইন ও সুলতান মাহমুদকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সাইবার আইনে মামলা দায়ের করা হয়েছে।