কক্সবাজারের উখিয়ায় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার সেকেন্ড ইন কমান্ড মো: আবুল হাশিমসহ ৩ আরসা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এ সময় বিদেশি অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজার র্যাবের অধিনায়ক লে. কর্নেল এইচ এম মে: সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো, রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমান আরসার সেকেন্ড ইন কমান্ড মো: আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী মো: হোসেন জোহর ও মো: আলম। আস্তানা তল্লাশি চালিয়ে দুটি বিদেশি অস্ত্র, ১টি এলজি এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্রসহ আটকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, রবিবার (১১ ফেব্রুয়ারি) ২০ নম্বর ক্যাম্পে মো: আসাদুল্লাহ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ছায়া তদন্ত পরিচালনা করে র্যাবের একটি দল।
পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পায় আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ওই ক্যাম্পে অবস্থান করে এবং এই আস্তানায় অবস্থান করে সন্ত্রাসীরা এ ক্যাম্পে বড়ো ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের দল মঙ্গলবার রাতে ক্যাম্পের ওই গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।