কক্সবাজারের চকরিয়ায় বিশেষ কৌশলে পাচারকালে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো: করিম (২৪) নামে এক মাদক কারাবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ এপ্রিল) চকরিয়া উপজেলার বাটাখালী ব্রিজের উপর থেকে গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত ১টি মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আটককৃত করিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাজিমুরা এলাকার মো: আলী আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জনা গেছে, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এক মাকদ কারাবারী পেকুয়া উপজেলার মগনামা এলাকায় নিয়ে যাচ্ছিল এমন গোপন খবর পায় পুলিশ। পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বাটাখালী ব্রীজের উপর অবস্থান নেয়।
সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী করিমকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে তার মোটরসাইকেলের ইঞ্জিনের ভিতরে বিশেষ কৌশলে রাখা ৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।
কক্সবাজারের চকরিয়ায় ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক করারাবারীকে আটকের বিষয়ে চকরিয়া সার্কেলের এএসপি মো: রাকিব উর রাজা জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটককৃত করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় জব্দ রয়েছে।