গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকা এবং ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বুধবার (২৭ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা এলাকার আলেক মাতুব্বরের ছেলে ডাকাত সর্দার মো: ডালিম মাতুব্বর (৪৮), একই এলাকার মো: মোসলেম মুন্সীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭) এবং বোয়ালমারী থানার দৈবক নন্দনপুর এলাকার মো: আয়নাল ফকিরের ছেলে মো: জামাল ফকির (৫২)।
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত দলের ৩ সদস্যকে আটকের বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম জানান, উপজেলার নৈশকোচে ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সরদার ডালিম মাতুব্বরকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকী আসামীদের আটকের চেষ্টা চলছে।