চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুই জন ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – মো: নাহিদ (২১), মো: জাহাঙ্গীর আলম (৩৫), মো: সোহেল (২০), আশরাফুল হাসান (২৪), মো: সাইফুল ইসলাম (২৫), মো: রমজান আলী (২৩), ইমরান হোসেন টিপন (২৫) ও মো: রাজিব (২১)।
জানা গেছে, গত (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১০ থেকে ১২ জন ডাকাত চট্টগ্রামের সদর উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদাইনগর এলাকার বাসিন্দা হাসান ফেরদৌস ও জয়নাল আবেদীনের বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে মালামাল লুট করে।
এর কিছুুদিন পর স্থানীয় প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনের বাড়িতে ১২ থেকে ১৪ জনের একটি দল একইভাবে ডাকাতি করে। এ ঘটনায় সপ্তাহব্যাপী এক অভিযানে ডাকাত দলের ৮ জনকে আটক করে পুলিশ।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল উদ্দিন জানান, এক সপ্তাহ যাবৎ অভিযান চালিয়ে ডাকাতদের আটক করা হয়েছে। বাকি অপরাধীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।