চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক চিকিৎসককে ৪টি স্বর্ণের বারসহ আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ওই চিকিৎসকের দেওয়া তথ্যের ভিত্তিতে আরব আমিরাতের শারজাহ ফেরত এক যাত্রীকেও আটক করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়।
আটককৃত চিকিৎসকের নাম ডা. এম জেড এ শরীফ। তিনি ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব পালন করছিলেন। শারজাহ ফেরত ওই যাত্রীর নাম মো: আলাউদ্দিন।
চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মো: আলিফ রহমান জানান, চিকিৎসক ডা. শরীফের বিষয়ে আগে থেকে তথ্য ছিল, তিনি স্বর্ণ পাচার চক্রের সাথে জড়িত। সে কারণে গত ১০দিন ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। সোমবার সকালে নিশ্চিত হয়ে তাঁর শরীরে তল্লাশি চালানো হয়। সে সময় চিকিৎসকের কোর্টের বুক পকেট থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ বারের ওজন ৪৬৪ গ্রাম।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক জানিয়েছেন, এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসা এক যাত্রী তাকে ওই স্বর্ণ বার গুলো দিয়েছেন। পরে চিকিৎসকের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকেও আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।