জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা করার সময় (জয়পুরহাট-২০) বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জয়পুরহাট-২০ বিজিবি প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর আফিক হাসান।
মেজর আফিক হাসান জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবিতে। জয়পুরহাট ২০ বিজিবি’র অধিন হাটখোলা বিওপি’র টহল কমান্ডার মো: নায়েব সুবেদার এনামুল হক খানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ২৮১/৪৭ থেকে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো: রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫) নামের তিনজন চোরাকারবারীকে ১০ টি স্বর্ণের বারসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি সোনার বারসহ ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড এবং নগদ বাংলাদেশি ৪৯ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। এই স্বর্ণ গুলো ভারতে পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান তিনি। গ্রেফতারকৃত তিন জনই পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা এলাকার বাসিন্দা। আসামিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।