ঝিনাইদহের শৈলকুপায় চড়ক পূজার অনুষ্ঠান নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুপক্ষের লোকজনের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ লপ্রিল) রাতে শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভগবান নগর গ্রামে ঘটনা ঘটেছে।
ঝিনাইদহের শৈলকুপায় চড়ক পূজাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম চৌধুরী জানান, রবিবার রাত ৮টার দিকে উপজেলার দুধসর ইউনিয়নের ভগবান নগর গ্রামের নৃ-গোষ্ঠীদের মধ্যে চড়ক পূজা অনুষ্ঠান নিয়ে বাকবিতণ্ডা হতে থাকে।
এরই একপর্যায়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার পিতা সুনিল বিশ্বাসের ওপর চড়াও হয় এবং লাঠি দিয়ে পেটাতে থাকে।
এ সময় স্বাধীন বিশ্বাসের মাথায় লাঠির আঘাত লাগলে সে গুরতর আহত হন। পরে স্বাধীন বিশ্বাসকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি রাত ১টার দিকে মারা যান।
এই ঘটনায় শিবু বিশ্বাস ও রিপন বিশ্বাস নামে ২ জনকে পুলিশ রাতেই গ্রেফতার করেছেন। ঘটনায় নিহতের পিতা সুনিল বিশ্বাস বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।