বগুড়ায় দইয়ের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সদর উপজেলার সাতমাথা এলাকায় বিভিন্ন দইয়ের দোকানে এই অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এসময় জেলা পুলিশের একটি চৌকস দলের সহযোগিতায় অভিযানে মোট তিনটি দইয়ের দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জরিমানার আওতায় পড়া প্রতিষ্ঠান গুলোতে দেখা যায়, দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম উল্লেখ থাকলেও ৫৩০ গ্রাম দই দেওয়া হচ্ছে। এ ঘটনায় চিনিপাতা দই ঘরে ৭ হাজার, আলহাজ্ব মহরম আলী দই ঘরে ৬ হাজার ও মো: মহরম আলী দই ঘরে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও জরিমানার আওতায় পড়া দোকান গুলোতে পরবর্তীতে সংশোধনের পরামর্শ দেওয়া হয়।
অভিযানের বিষয়ে বগুড়া ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ওজন কম দেওয়ায় প্রতিষ্ঠানগুলো জরিমানার আওতায় পড়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।