বরিশালে গাঁজা ও গাঁজা বিক্রির ১ লাখ টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বরিশাল নগরীর ১৩নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়ার বাসিন্দা মো: রফিকুল ইসলামকে (৪০) গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় রফিকুলে বাসায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ১ লাখ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
বরিশালে গাঁজা ব্যবসায়ীকে আটকের বিষয়ে নগর গোয়েন্দা শাখা জানিয়েছে, আটককৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।