মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কবজি কেটে নেওয়ার ঘটনার মামলায় একজনকে আটক করেছে থানা পুলিশ। সিরাজদিখানে মো: নয়ন (২৫) নামের এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কবজি কেটে নেওয়ার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৮ জানুয়ারি সকালে তার মা পারভিন আক্তার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত মো: সিফাত (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।
আহত মো: নয়ন ইসলাম উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মৃত মো: মজিবরের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রাজানগর বাজারে ফার্মেসি থেকে নয়ন তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে বাসার দিকে রওনা দেন। এরপরে খালপাড় সেতুর উত্তর পাশে মো: আক্কাসের দোকানের সামনে পৌঁছালে মো: নুর আলম (৩৫), সিফাত (১৯), জয়নাল (৩৮), সোহাগ (২৫), ফাহাদসহ (২০) অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে রামদা দিয়ে নয়নকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তার ডান হাতের তিনটি আঙুল ও বাম কবজি বিচ্ছিন্ন করে ফেলে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কবজি কেটে নেওয়ার ঘটনায় মামলা, আটক ১ এ বিষয়ে, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজাহিদুল ইসলাম জানান, কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কবজি এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় একই এলাকার মো: সিফাত নামের একজনকে আটক করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।