সিরাজগঞ্জে চালককে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে অটোরিকশা ছিনতায়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের আব্দুল্লাহ ওরফে আব্দুল (১৮), একই গ্রামরে সাইদুল ইসলাম (২১) ও মো. জিয়া (২২)।
আহত অটোরিকশা চালক মো: সাইফুল ইসলাম (৬০) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়ি পৌর এলাকার চককোবদাসপাড়া এলাকায়।
সিরাজগঞ্জে চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ওই অটোরিকশাটিকে ১০০ টাকা ভাড়ায় চুক্তি করে সদর উপজেলার শিয়ালকোল এলাকায় নিয়ে যায় ৩ জন ছিনতাইকারী।
অটোরিকশাটি নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে চালকের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে গুরুতর আহত করে চালককে রাস্তার পাশের ড্রেনে ফেলে রাখে। পরে দ্রুত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ৩ ছিনতাইকারী।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার সায়দাবাদ এলাকায় টহল পুলিশ ওই ৩ ছিনতাইকারীর গতিবিধি সন্দেহ হলে ছিনতাই করা আটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করেন।
পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় দস্যুতা ও অটোরিকশা চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।