ঈদের তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইন। এছাড়া সৌদি আরব এবং অস্ট্রেলিয়াতেও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। কোন দেশে কবে ঈদ, তা জেনে নেওয়া যাক।
সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। সোমবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে মঙ্গলবার (০৯ এপ্রিল) শেষ রোজা ও বুধবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
এছাড়া কাতার জানিয়েছে মঙ্গলবার শেষ রোজা হবে। পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বুধবার (১০ এপ্রিল)। বাহরাইনেও ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
কুয়েতও একই ঘোষণা দিয়েছে। ৯ এপ্রিল রমজানের শেষ দিন এবং ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানায় দেশটি। এছাড়া সৌদি আরব এবং অস্ট্রেলিয়া ঈদের তারিখ ঘোষণা করেছে। ২ দেশেই বুধবার (১০ এপ্রিল) ঈদ উদযাপিত হবে।