প্রতিবেশী দেশ কানাডার অনেক মানুষ চান, তাদের দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা হোক। কানাডা যদি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়, তাহলে দেশটিকে কোনও বাণিজ্যিক শুল্ক দিতে হবে না, তাদের করের পরিমাণও কমবে।
সোমবার (০৬ জানুয়ারি) জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি কানাডায় রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন কারণে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তায় বড় ধস নামে। দেশটির অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর কানাডা থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প।
কানাডার রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাস্টিন ট্রুডো গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে মজাই করলেন যুক্তরাষ্টের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কানাডার অনেক বাসিন্দা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে চান।
কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা পাবে বলে ওই পোস্টে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে তাদের শুল্কের পরিমাণ কমবে। করও অনেকটা কমে আসবে। এছাড়াও রাশিয়া ও চীনের জাহাজগুলো কানাডাকে ক্রমাগত ভাবে ঘিরে ফেলছে। এই দুটি দেশের হুমকি থেকেও নিরাপদে থাকবে অটোয়া। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলে হবে একটি মহান দেশ।