ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মীয় রীতি অনুসারে পূজা-অর্চনার পর রামলালার মূর্তি উন্মোচন করা হয়েছে। রাষ্ট্রীয় মহাসমারোহে ভারতের সময় বেলা ১২টা ২০ মিনিটের দিকে রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) হেলিকপ্টারে করে রামমন্দিরে এসে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করেন তিনি। সেখানে ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনা করেন নরেন্দ্র মোদি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
এরপর রামমন্দির এর গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়। ভারতের বিভিন্ন মঠ-মন্দির থেকে আমন্ত্রিত ১২১ আচার্য ও পূজারির মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে রামলালার ‘প্রাণ’ প্রতিষ্ঠা হয়। পঞ্চপ্রদীপে রামলালার আরতি ও পদ্মফুল হাতে পুজো করেন প্রধানমন্ত্রী মোদি। এর মধ্য দিয়ে রামলালার মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অযোধ্যা।