অটোপাসের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন করছে। স্থগিত রাখা পরীক্ষা ও পুড়ে যাওয়া উত্তরপত্রের ক্ষেত্রে পূর্বের পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটোপাসের দাবি জানিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে পরীক্ষার্থীরা মানববন্ধন করেন।
এসময় পরীক্ষার্থীরা জানান, দেশের চলমান পরিস্থিতি ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়ে হবে। অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকায় তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।
তারা জানান, ১৩টি পরীক্ষার মধ্যে ৭টি শেষ হলেও এখনো আরো ৬টি বিষয় বাকি। চলমান এইচএসসি পরীক্ষা দুই মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘায়িত হওয়ায় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পর্যাপ্ত সময় পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করছেন পরীক্ষার্থীরা।
আরেকদিকে, দুপুরে এইচএসসিতে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি নিয়ে মানববন্ধন করেন গাজীপুর শহরের বেশ কয়েকটি কলেজের শতাধিক পরীক্ষার্থী।
এর আগে, গত ১৬ আগস্ট স্থগিত করা এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নতুন সময়সূচি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা আছে।