কক্সবাজারের চকরিয়ায় মো: আব্দুর রহমান (৩২) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী রিভার্জপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এর আগে, উপজেলার মালুমঘাট বাজার থেকে আব্দুর রহমানকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত আবদুর রহমান পূর্ব ডুমখালী গ্রামের মো: ইউসুফ মিয়ার ছেলে। তিনি মালুমঘাট ডুমখালী এলাকার মো: আমির হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন। সম্প্রতি আবদুর রহমান কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার মালুমঘাট বাজারের ১টি হোটেলের ভিতরে ইফতার করার প্রস্তুতি নিচ্ছিল আব্দুর রহমানসহ আরও বেশ কয়েকজন। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত আব্দুর রহমানকে পার্শ্ববর্তী রিজার্ভপাড়া এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।
কক্সবাজারের চকরিয়ায় এক যুবককে তুলে নিয়ে হত্যার বিষেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইফতারের কিছুক্ষণ আগে আব্দুর রহমানকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর চোখ, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর পর আইনগত ব্যবস্থা গ্রহন কার হবে।