কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ জুন) রাত ৮টার দিকে পৌর সদরের কলেজ মোড় এলাকা থেকে এসব আটক করা হয়।
পুলিশ সূত্রে জনা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সহকারী পুলিশ সুপার মো: মাসুদ রানা ও অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকারের নেতৃত্বে পৌর সদরের কলেজ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়।
এ সময় সীমান্ত এলাকা থেকে আসা গাঁজা বহনকারী প্রাইভেটকার চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই প্রাইভেটকারটি আটক করে তল্লাশি চালিয়ে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করেন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটকের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন জানান, এ বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক চোরাচালানের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।