কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িহে চড়ে বেরিয়ে আসেন তারা।
সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো: আজহার মুকুল।
ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের মধ্যে প্রথমে ৩ জনকে গত শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়।
তারা হলেন, আসিফ মাহমুদ, মো: নাহিদ ইসলাম ও আবু বাকের। আর শনিবার সন্ধ্যার দিকে মো: সারজিস আলম ও মো: হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রবিবার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে নুসরাত তাবাসসুমকে তুলে আনা হয়। এরপর থেকেই কোটা আন্দোলনের এই ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন।
রবিবার (২৮ জুলাই) ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ৬ সমন্বয়ক।
আইনজীবী মো: মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা ডিবি কার্যালয়ে সমন্বয়কদের মুক্তি এবং গত সোমবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পেশ করেছিলেন।
ওই রিটের শুনানি বৃহস্পতিবার (০১ আগস্ট) থাকলেও তা হচ্ছে না। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বর্তমানে ছুটিতে থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসবেন না।