গাজীপুরের কালিয়াকৈরে সূত্রাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কের শিলাবৃষ্টি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের মৃত মো: ইয়াকুব আলীর ছেলে মো: মফজেল হোসেন (৬৫), একই এলাকার মো: আব্বাস জোয়ার্দ্দারের ছেলে মো: জাহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত মো: হাছেন আলীর ছেলে মো: শওকত আলী (৪২)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে ৫ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাকি ২ জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরই মধ্যে হাইওয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনার বিষয়ে নাওজোড় হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কের সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি পাম্পের পাশে যাত্রীবাহী অটোরিকশাটির সাথে ট্রাকের সংঘর্ষ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।