গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের পৃথক স্থানে এমন ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মো: মান্নান শেখের ছেলে মো: কালু শেখ (২৫) বোরো জমির মধ্যে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথিমধ্যে একই গ্রামের মো: হারুন মোল্লার জমিতে দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে সাথে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তাকে জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
আরেকদিকে, একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের পুত্র সোনাতন বিশ্বাস (৬৫) বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যুর ঘটনা শুনে তাকে দেখতে যাওয়ার পথে বাড়ির কাছেই মো: তাজির মিয়ার জমিতে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে আটকে ২ জনের মৃত্যুর বিষয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।