চট্টগ্রামে চাকরির প্রলোভনে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজে বাধ্য করার দায়ে অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় দুই নারীকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, আরাফাতুল ইসলাম, মোছা: ফারজানা বেগম, আবু ওমর, ও আনসার। বৃহস্পতিবার (০২ মে) নগরীর রুপনগর আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, রুপনগর আবাসিক এলাকার আবাসিকের একটি ফ্ল্যাটের অভ্যন্তরে অভিযুক্ত আসামি আরাফাতুল ইসলাম তার সহযোগীদের নিয়ে মেয়েদের আটকে রেখে টাকার বিনিময়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করে আসছে। খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
চট্টগ্রামে চাকরির প্রলোভনে পতিতাবৃত্তির অভিযোগে ৪ জনকে আটকের বিষয়ে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, এ ঘটানায় দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদেরমধ্যে ফারজানা ও আরাফাতুলের বিরুদ্ধে মানবপাচারের মামলা দায়ের করা হয়েছে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।