চট্টগ্রামে চার হাজার ৮শ পিস ইয়াবাসহ আপন দাশ নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রামের কোতোয়ালী মোড় জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আপন দাশ জেলার পটিয়া উপজেলার মধ্য মুজাফ্ফরাবাদ কালীবাড়ির এলাকার সুজিত দাশের ছেলে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় জামে মসজিদের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় আপন দাশকে আটকসহ তার দেহ তল্লাশি করে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা টাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।