চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১২ কেজি ৮৭৫ গ্রাম ওজনের ১টি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব। বুধবার (২৭ মার্চ) দুপুরে সদর উপজেলার হরিপুর পাজরাপাড়া এলাকা থেকে এ কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারের বিষয়ে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মুনীম ফেরদৌস বলেন, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর এরাকায় অভিযান চালিয়ে ১২ কেজি ৮৭৫ গ্রাম ওজনের মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বিষ্ণুমূর্তিটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।