পুলিশ সদস্যদের উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীতে চাঁদাবাজি ও ট্রাফিক সমস্যার সমাধানে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হতে উজ্জীবিত করে কীভাবে তাদের হারিয়ে যাওয়া গৌরব ফিরে পুণরায় ফিরে পাওয়া যায় এবং জনবান্ধব পুলিশ যেন শুধু কাগজ কলমে না থেকে তা বাস্তবে হয়, এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তিনি আরো জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে যে সমস্যাগুলো হচ্ছে, তার উন্নতি কীভাবে করা যায়, সে নিয়ে আলোচনা করা হয়েছে। শহরের বিভিন্ন সড়কে চাঁদাবাজি কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়েও আলাপ হয়েছে। চাঁদাবাজি বন্ধ হলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। চাঁদাবাজি যেন না হয়, একই সাথে ঘুষ ও দুর্নীতি কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়েছে।