ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক মো: বেলাল হোসেন নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত বেলাল হোসেন উপজেলার বীরহলী গ্রামের মো: ইউসুফ আলীর ছেলে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনার বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল আনাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আরিফুর রহমান অশ্রু প্রাইভেট কার নিয়ে নিজ বাড়ি বীরহলীতে যাচ্ছিলেন।
পথিমধ্যে ভেমটিয়া নামক এলাকায় সিমেন্ট বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মো: বেলাল হোসেনের মৃত্যু হয়।