ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন, হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেদায়েতুল ইসলাম, সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো: সুমন আলী, কর্মসূচি বিষয়ক উপ-সম্পাদক তাহমিদ ইকবাল মিরাজ, সহ-সম্পাদক এস. এম. রাহাত বিন আলীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেদায়েতুল ইসলাম বলেন, তীব্র তাপদাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেছে ছাত্রলীগ।