তীব্র এই গরমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় দেশের সকল স্কুল-কলেজ ৭ দিনের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী (২৮) এপ্রিল খুলবে সব স্কুল-কলেজ। শনিবার (২০ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্ত পৃথকভাবে জানানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগ থেকে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানায়, সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ এবং আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে রবিবার (২১ এপ্রিল) খোলার পরিবর্তে আগামী রবিবার (২৮ এপ্রিল) খুলবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: মাহবুবুর রহমান বলেন, তীব্র এই গরমের কারণে ২১-২৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
এর আগে, শনিবার (২০ এপ্রিল) সকালে প্রাথমিক স্কুলগুলোর অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। ঈদের ছুটির পর আগামীকাল রবিবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিলো। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে গরম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় শুক্রবার ৩ দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।