দীর্ঘদিন বিরতির পর আবার নতুন করে সিনেমায় যোগ দিতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে পর্দায় ফের হাজির হতে যাচ্ছেন নন্দিত এই জনপ্রিয় তারকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকা ক্লাবে। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পর্দায় ফেরা ও কাজ নিয়ে কথা সমালোচনা করেন তিনি।
পর্দায় ফেরার প্রসঙ্গে শাবনূর বলেন, আসলে শিল্পীদের কামব্যাক বলতে কিছু নেই। ‘রঙ্গনা’ সিনেমার জন্যই আমি দেশে এসেছি। এই সিনেমার গল্প এবং গান টেনে এনেছে আমাকে। এখনে দর্শকরা আমাকে ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবেন। আপাতত গল্প বা এর বেশি কোনো কিছুই বলা যাবে না।
দীর্ঘদিন পর সিনেমায় ফেরা নিয়ে তিনি আরও বলেন, গত ১০ বছর আগে আমাদের সিনেমার যে ধরনের দর্শক ছিলেন, এখন কিন্তু তা আর নেই। বর্তমান সময়ে রয়েছে আরেক ধরনের দর্শক।
সব বিষেয়ে বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে তৈরি হয়েছে এই ‘রঙ্গনা’র গল্পটি।এখনকার সময়ের দর্শকরা এ ধরনের গল্পই পছন্দ করেন। তবে ক্যামেরার সামনে আসতে খুব বেশিদিন লাগবে না। এখন এর জন্যই প্রস্তুতি নিচ্ছি।
সামনে আরও নতুন নতুন সিনেমা নিয়ে কাজ করার বিষয়ে শাবনূর বলেন, আমি এখানেই থেমে থাকব না। পরপর কাজ করে যাব। আর চেষ্টা করব একটির পর আরেকটি নতুন কাজ করার।
তবে একটি কথা বলতে চাই, কামব্যাক বলতে কিছু কোনো কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা আজীবন তাদের কাজের মাধ্যমে বেঁচে থাকে। সে জন্য আমি আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।