নওগাঁয় মাদ্রাসা কেন্দ্রে থেকে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁর সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র জমা নিয়ে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার অভিযোগে তাদেরকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।
কেন্দ্র সচিব মো: মাওলানা মোসাদ্দেক হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে বেশ কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশপত্রে ছবির গরমিল দেখলে সন্দেহ হয়।
পরে তিনি বিষয়টি সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেনকে জানান। পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা এসে কেন্দ্র সচিবসহ কেন্দ্র তল্লাশি করে ১৫ জন ছাত্র ও ৪৪ জন ছাত্রী পরীক্ষার্থীকে ভুয়া শনাক্ত করেন। এরপর তাদের সকলকে বহিষ্কার করা হয়।
নওগাঁয় মাদ্রাসা কেন্দ্রে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী গ্রেফতারের বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, বহিষ্কৃত ওই ৫৯ জন পরীক্ষার্থীর বোর্ড কর্তৃক পাঠানো তালিকা এবং ছবির সাথে মিল না থাকায় তাদের বহিষ্কার করা হয়েছে। তারা যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।