নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা এলাকা থেকে একটি প্রাইভেট কার এ তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ মো: মনির হোসেন (৪২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব -৫। এ সময় প্রাইভেট কার চালক র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে নওগাঁ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর মো: শেখ সাদিক। গ্রেফতারকৃত মো: মনির হোসেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই এলাকার মো: মোসলেমের ছেলে।

জানা যায়, বুধবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় প্রাইভেট কার এ গাঁজা নিয়ে আসবে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জেলার বদলগাছী থানার চারমাথায় গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে এবং তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৭২ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তবে চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে প্রাইভেট কারে লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
মেজর শেখ সাদিক বলেন, গ্রেপ্তারকৃত মনির ও পলাতক আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রাইভেট কার নিয়ে গাঁজা সরবরাহ করে আসছিল। পরবর্তীতে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন বদলগাছী থানা পুলিশ।