নদীতে মাছ ধরার সময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম (২৪) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। ভোলাহাট থানার (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত যুবক হলেন, মো: জাহাঙ্গীর আলম (২৪)। তিনি ভোলাহাট উপজেলার কলনি পাড়া এলাকার মো: আব্দুল কুদ্দুসের ছেলে। জাহাঙ্গীর আলম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফ জাহাঙ্গীর এর ওপর লক্ষ্য করে গুলি চালায়। এতে ডান হাতের কনুইয়ে আঘাত পান তিনি। পরে তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আমার খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিব অধিনায়ক লে. কর্নেল মো: গোলাম কিবরিয়া জানান, বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের নিকট থেকে শুনলাম। আমরা তদন্ত করে বিষয়টি জানার চেষ্টা করছি।