নেত্রকোণার দুর্গাপুরে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মো: আবির হাসান নামে এক কিশোর। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বাইড়কান্দি গ্রামের সোমেশ্বরী নদীর তীরে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ আবির হাসান গাজিপুরের কেওড়াবাজার এলাকার মো: ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজিপুর থেকে শনিবার (১৩ এপ্রিল) দুর্গাপুরের বাইড়কান্দি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল আবির হাসান। পরে রবিবার দুপুরে স্বজনদের সাথে নদীতে গোসল করতে নামে সে। কিন্তু দীর্ঘক্ষণ পরেও আবিরকে দেখতে না পেয়ে সঙ্গীরা বাড়িতে খবর দেয়।
পরে স্বজনরাসহ স্থানীয় লোকজন অনেক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।
এ ব্যাপারে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: শফিকুল ইসলাম শফিক বলেন, এমন খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছেন। ইতিমধ্যে ময়মনসিংহের ডুবুরি দলকেও খবর দেয়া হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজের বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।