পিরোজপুরে চোর সন্দেহে গ্রমাবাসীর গণপিটুনিতে সেলিম শাহ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) ভোরে জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহত সেলিম শাহ’র ছেলে জসিম শাহ বলেন, গতকাল রাত ১১টার দিকে আমার বাবাকে বাড়ি থেকে দু’জন লোক ডেকে নিয়ে যায়। এরপর থেকেই থেকেই আব্বার মোবাইল ফোন নম্বর বন্ধ পাই। পরে আজ সকালে স্থানীয়রা জানান, আমার আব্বার মরদেহ স্থানীয় মালাকার বাড়ির পাশ পড়ে আছে। যে বাড়িতে আমার বাবাকে হত্যা করা হয়েছে তাদের সঙ্গে আমার আব্বার একটু ঝামেলা ছিল বলে আমি জানতাম।
স্থানীয় শাহিদুল ইসলাম ফিরোজ মালাকার বলেন, গতকাল দিবাগত রাত ৩টার দিকে দুজন ব্যক্তি সিঁধ কেটে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করে। পরে ডাকাডাকি করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে একজন চোরকে ধরে পিটুনি দেয়। এতে একজন মারা যান, আর অন্যজন পালিয়ে যান।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন জানান, গত রাতে পশারীবুনিয়া গ্রামে চোর সন্দেহে গ্রমবাসীর গণপিটুনিতে সেলিম শাহ নামের একজন মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়ে এবং নিহতের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে বলেও জানান তিনি।