বাংলাদেশি যুবকের প্রেমের টানে মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে ছুটে এলেন মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চাকরি করার সময় মিসকের সাথে পরিচয় হয় কিশোরগঞ্জের যুবক দ্বীন মোহাম্মদের। সেই পরিচয় থেকেই শুরু হয় প্রেম।
স্বামী দ্বীন মোহাম্মদ গ্রামের বাড়ি ফিরে এসেছেন। স্বামীকে ছাড়া থাকতে না পেরে গত মঙ্গলবার (০৫ মার্চ) প্রেমের টানে ১ মাসের ভিসা নিয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দ্বীন মোহাম্মদের কাছে ছুটে এসেছেন কুয়ালালামপুর শহরের ক্যালকলামপরায় সিরাম্বুল গ্রামের মিসকে বিন আলীর মেয়ে মিসনেওয়াতী বিনতে মিসকে।
পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আগেই দ্বীন মোহাম্মদকে বিয়ে করেন মিসনেওয়াতী। মঙ্গলবার আবার তাদের বিয়ে দেয় দ্বীন মোহাম্মাদের পরিবার। এদিকে মালয়েশিয়ান বধূকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
জানা গেছে, দীর্ঘ ৯ বছর আগে দ্বীন মোহাম্মদ মালয়েশিয়া যান। গত ২০১৯ সালে কুয়ালালামপুর শহরে ১টি পার্সের দোকানে চাকরি করার সময় মিসনেওয়াতী বিনতে মিসকের সঙ্গে দ্বীন মোহাম্মদের পরিচয় হয়। পরিচয় থেকে শুরু হয় প্রেম। সেখানেই মিসনেওয়াতীর পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়।
মঙ্গলবার তার গ্রামের বাড়িতে ২ পরিবারের সম্মতিতে রেজিস্ট্রারের মাধ্যমে ১ লাখ টাকা দেনমোহরে তাদের আবার বিয়ে হয়। তারা যেন সুখী হতে পারে এজন্য সবার কাছে দোয়া চায়েছেন মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে। কিছুদিন পর স্বামীকে নিয়ে ফের মালয়েশিয়ায় চলে যাবেন ওই তরুণী।