ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো: শহিদুল ইসলাম রনি (৩৫) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শহিদুল ইসলাম ময়মনসিংহের সদর উপজেলার চরসিয়তা গ্রামের মো: আমজেদ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে খুলনাগামী মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের ১টি বাসের সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী ১টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ট্রাকচালক শহিদুল ইসলাম রনির ঘটনাস্থলেই নিহত হন।
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো: খাইরুল আনাম বলেন, বুধবার দিবাগত রাতে ১টি যাত্রীবাহী বাসের সঙ্গে ১টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি ভাঙ্গা হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।