বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে ১টি বাড়ি ও গরুর গোয়ালঘর পুরে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে কাবাশি বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা এবং ২টি গরু মারা গেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামে মো: মোস্তাফিজার রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কাবাশি মোস্তাফিজার রহমানের শ্বাশুড়ি।
বগুড়ার গাবতলীতে বাড়িতে আগুন লাগার বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে ঘুমিয়ে পড়েন মোস্তাফিজারের পরিবারের লোকজন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে গোয়াল ঘরে এবং পরে পুরো বসতবাড়িতে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পরে।
মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই বসতবাড়ি আগুনে পুড়ে ছায় হয়ে যায় ও ২টি গরু মারা যায়। এ সময় গরুগুলোকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ কাবাশিও মারা যান। পরে খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।