বগুড়ার শেরপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে শত শত মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি। বৃস্পতিবার (১৫ আগস্ট) শেরপুর উপজেলা ও পৌর বিএনপি ভিন্ন ভিন্ন অবস্থানে এই কর্মসূচী পালন করে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের খেজুর তলা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শেরপুর উপজেলা বিএনপি। মিছিলটি ধুনট মোড় হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কর্যালয়ের সামনে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা শত শত মানুষ খুন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে আজ তারা পালিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ তার দোসরদের গণহত্যার দায়ে বিচারের মুখোমুখী হতে হবে। তারা অবিলম্বে আইনগত পদক্ষেপ শুরু করার জন্য অনন্তর্বতীকালীন সরকারের প্রতি দাবি জানান।
এদিকে বগুড়ার শেরপুরে বেলা ১২ টায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে পৌর বিএনপি। এ উপলক্ষ্যে শেরপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা বগুড়া মহসড়ক প্রদক্ষিণ করে। বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচী চলাকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌসভার মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা আরিফুর রহমান মিলন প্রমূখ। নেতৃবৃন্দ গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি করেন।