শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসায় ৩টি পদে নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে, শনিবার (২৭ এপ্রিল) উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসায় গেলে এসব অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, পূর্ব নির্ধারিত প্রার্থীদের টাকার বিনিময়ে নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও নিয়োগ পরিক্ষার আগেই উত্তর সরবরাহ করারও অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা শেষ হওয়ার আগেই ল্যাব সহকারী পদে ১৫ লক্ষ টাকার বিনিময়ে শাহাদাৎ হোসেনকে, সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ১৮ লক্ষ টাকার বিনিময়ে সেলিনা পারভীনকে ও অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ২৫ লক্ষ টাকার বিনিময়ে হানজালা আকন্দকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তারা। এসব প্রার্থীদের মধ্যে একজনের পিতা টাকা দেওয়ার কথা স্বীকারও করেছেন। এসব কারনে অধিকাংশ আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহন করেননি।

মাদ্রাসা অফিস সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১ নভেম্বর ল্যাব সহকারী ও সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ২ জন এবং ৩ ডিসেম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ১ জন নিয়োগের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর নির্ধারিত সময়ে ল্যাব সহকারী পদে ১২ জন, সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ১১ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ১৩ জন আবেদন করেন।

তাদের মধ্য থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২৭ এপ্রিল প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ল্যাব সহকারী পদে ৬ জন, সহকারী সুপাররিনটেনডেন্ট পদে ৭ জন ও অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে ৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন

সহকারী সুপাররিনটেনডেন্ট পদে আবেদনকারী আব্দুল মান্নান বলেন, এই পদে নিয়োগের জন্য আমি মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে ১০ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু একজন মহিলা আমার চেয়েও বেশি টাকা দিতে রাজি হয়েছেন। তাই তাকেই নিয়োগ দেওয়া হবে। এজন্য আমি নিয়োগ পরীক্ষা দিতে যাইনি।

ল্যাব সহকারী আবেদনকারী আরমান হোসেন বলেন, নিয়োগ পরীক্ষার আগে মাদ্রাসার সুপাররিনটেনডেন্ট ও সভাপতি আমার কাছে ১০ লক্ষ টাকা চাইলে আমি রাজি হইনি। নিয়োগ পরীক্ষার আগেই শাহাদৎকে উত্তর সরবরাহ করা হয়েছে। এছাড়া পরীক্ষার হলে তাকে লিখতে সহযোগীতা করা হয়েছে। এজন্য আমি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি নাই।

পরীক্ষা শুরুর থেকে শেষ পর্যন্ত এসকল বিভিন্ন অভিযোগ নিয়ে গণমাধ্যম কর্মীরা কয়েক দফায় বিভিন্ন নিয়োগ কমিটির সাথে কথা বলেন। তবে নিয়োগ কমিটি সকল অভিযোগ অস্বীকার করে। পরীক্ষার ফলাফল আসে তিনটি পদের একজনকে নির্বাচিত করা হয়েছে। বাকি দুটি পদে নিয়োগ স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবু সাইদ সরকার বলেন, কাক্সিক্ষত যোগ্য প্রার্থী না থাকায় সহকারী সুপাররিনটেনডেন্ট ও অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। ল্যাব সহকারী পদে শাহাদাৎ হোসেনকে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এদিকে পূর্ব থেকেই টাকার বিনিময়ে নিয়োগ প্রচারে থাকা শাহাদাৎ হোসেন নির্বাচিত হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির ভাগিনা হওয়ার কারণে তার নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মির্জা এম এ মালেক বলেন, শাহাদৎ আমার দূরসম্পর্কের আত্মীয়। কারও সাথে কোন টাকা লেনদেনের করা হয়নি।

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের বিষয়ে মৌখিক অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, মাদ্রাসায় নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি না থাকার কারণে আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। তবে কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’: সমালোচনার জবাবে মাহি

‘কস্টিউমের ভেতরে আরও দুইটা জামা পরেছিলাম’, সমালোচনার জবাবে অভিনেত্রী সামিরা খান মাহি এ কথা বলেন। সম্প্রতি একটি মোটরসাইকেল ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন...

জুয়ার বিজ্ঞাপন প্রচার, টিকটকার তোহা কারাগারে

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান এ...

জনপ্রিয়

অপরাধ

৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

টাঙ্গাইলের মধুপুরে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র ৪ মাস বয়সী নিজের সন্তানের মুখের দিকে না তাকিয়ে ৪০ হাজার টাকার বিনিময়ে তাকে...

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের...

৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

টাঙ্গাইলের মধুপুরে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন এক মা। মাত্র ৪ মাস বয়সী নিজের সন্তানের মুখের দিকে না...

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক...

“মাথায় কাফনের কাপড় বেঁধে গণ-মিছিলে নামছে কারিগরি শিক্ষার্থীরা”

মাথায় কাফনের কাপড় বেঁধে ৬ দফা দাবিতে সারাদেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার...

দুপুরের মধ্যে বগুড়াসহ ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আজ দুপুরের মধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ জুড়ে...