বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বগুড়ার শেরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। সোমবার (২ সেপ্টেমাবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার মারিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে দৈনিক জয়সাগর পত্রিকার পরিচয়ে আব্দুল হালীম (৪০), বগুড়া সদর উপজেলার শিববাটি গ্রামের রোস্তম সেখের ছেলে স্বাধীন বাংলা পত্রিকার পরিচয়ে মোক্তার শেখ (৩৯) ও শেরপুর পৌর শহরের উত্তরসাহাপাড়া মহল্লার সিরাজ উদ্দিন খানের ছেলে জাতীয় অর্থনীতি পত্রিকার পরিচয়ে রায়হান পারভেজ কমল (৩৯)। এছাড়াও এজাহারে শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী ঘুটুবটতলা গ্রামের মাসুদ রানা (৩০) সহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।

উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেন।

শেরপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এই চক্র অনেক দিন ধরেই বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছে। গত রোববার দুপুরে অভিযুক্তরা উপজেলার খানপুর ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে নগদ ১ হাজার টাকা নেন।

একই দিন দুপুর দুইটার দিকে শুবলী কমিউনিটি ক্লিনিকে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। এ সময় সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে দেড় হাজার টাকা নিয়েছেন। একই ক্লিনিকের স্বাস্থ্য সহকারীর নিকট থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে ৫ হাজার টাকা নেন। বাকি টাকা পরের দিন নেওয়ার কথা বলে সেখান থেকে তারা চলে আসেন।পরেরদিন সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে একই গ্রুপ শুবলী উচ্চবিদ্যালয়ে গিয়ে আবারও অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক ফারজানা ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনা বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা জানাজানি করলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এ সময় আবদুল হালিম, মুক্তার শেখ ও রায়হান পারভেজকে ক্ষুব্ধ হয়ে গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে সংঘবদ্ধ গ্রুপের মো. মাসুদসহ অজ্ঞাতনামা আরও তিনজন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তিনজনকে ঘেরাও করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে সোমবার বিকেল সাড়ে ৫টায় তাঁদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

শুবলী কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানকারী মাসুদ রানা বলেন, রোববার দুপুরে আমি অফিসরুমে তালা দিয়ে মসজিদে নামাজ পড়তে যাই। এই সুযোগে ওই ব্যক্তিরা ভিডিও ধারণ করেন। আমি ফিরে এলে তাঁরা আমাকে বø্যাকমেইল করে ২০ হাজার টাকা দাবি করেন। আমার কাছে থাকা দেড় হাজার টাকা দিয়েছি। তাঁরা একইভাবে আমার অফিসের স্বাস্থ্য সহকারী জাহানারা বেগমের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। সোমবার তাঁরা বাকি টাকা নিতে এলে উত্তেজিত ছাত্র-জনতা তাঁদের ওপর হামলা করে।

মামলার বাদী শুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা ইসলাম বলেন, রোববার আমি ছুটিতে ছিলাম। আমাকে না পেয়ে তারা সোমবার স্কুলে এসে গাছ কাটা, জাল সনদ ইত্যাদি আপত্তিকর প্রশ্ন তুলে আমাকে ও অন্য শিক্ষকদের হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা এসে তাদের ঘেরাও করে ফেলে। খবর পেয়ে পাশেই শুবলী কমিউনিটি ক্লিনিক ও সুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লোকজনও ছুটে আসেন। নিমেষেই সেখানে সহস্রাধিক লোক জড়ো হয়ে তাদের মারধর শুরু করে। আমরা তাদের রক্ষা করে থানায় খবর দিই।

বগুড়ার শেরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মৃত্যুর ৫ দিন পর নিজ বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার

মৃত্যুর ৫ দিন পর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় 'কী ছিলে আমার বলো না তুমি' গানের কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ...

অভিনেতা সোহেল রানার রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’

প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা) দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার দলের নাম 'বাংলাদেশ ইনসাফ পার্টি'। দলটির ইংরেজি...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়লো পোল্ট্রি ফিড কারখানা

বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেডের কারখানা ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত পৌঁনে ১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

ছাত্রলীগকে নিষিদ্ধের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

আগামী বৃহস্পতিবারের মধ্যে আওয়ামী লীগে অঙ্গ সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের...

রাজবাড়ী সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টেবর) বিকেলে...

বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়লো পোল্ট্রি ফিড কারখানা

বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেডের কারখানা ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত...

ছাত্রলীগকে নিষিদ্ধের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

আগামী বৃহস্পতিবারের মধ্যে আওয়ামী লীগে অঙ্গ সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের...

রাজবাড়ী সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হাসানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদ ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে পদ ছাড়তে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তানাহলে আরও কঠোর আন্দোলন গড়ে...

রাষ্ট্রপতি’র পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে রাষ্ট্রপতি’র পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ...

সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের ‘বিনা লাভের বাজার’, স্বস্তিতে ক্রেতারা

দেশের বাজারে সিন্ডিকেট ভাঙতে নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন স্কুল, কলেজ...