সীমান্তে বিএসএফকে মোকাবিলা করার জন্য বিজিবিই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের ৫৯ (বিজিবি) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সীমান্তে চোরাচালান রোধে ও জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে একটি সচেতনতামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি ।
দেশের জনগণের উদ্দেশ্যে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সবাইকে ভারতের আগ্রাসনের ব্যাপারে সচেতন ও সর্তক থাকার আহ্বান জানাই।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, দেশের সীমান্তে বিএসএফকে মোকাবিলা করার জন্য শধু বিজিবিই যথেষ্ট। আগে আমরা প্রতিরোধ করব, প্রয়োজনে দেশের ১৮ কোটি মানুষ যুদ্ধ করবে। জীবন দিয়ে হলেও আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব। তাই আপনারা অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গিয়ে ভিড় করবেন না।