ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন বগুড়ার শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার। চতুর্থ ধাপে আগামী ৫ জুন শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সদস্য মো: রনি সরকার ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৯ মে) বেলা ১২:০০ টায় শেরপুর উপজেলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মো: তাজুল ইসলাম, সাংবাদিক সনাতন সরকার, মোতালেব সরকার, সাংবাদিক ফজলুল হক সোনা, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লতিফুল বাড়ী লাভলু, শেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সৌরভ আহম্মেদ সুমন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন নিহাল, শেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো: জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: রনি সরকার জানান, আমার নেতা বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর ধুনটের সাংসদ মো: মজিবর রহমান মজনুর দিকনির্দেশনায় শেরপুর উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে কাজ করতে চাই।